তাহাদি ধনিয়া গুড়া কৃষক থেকে ধনিয়া সংগ্রহ করে ভালভাবে শুকিয়ে মেশিনে গুঁড়া করার পর চালনি দিয়ে চেলে পেকেটজাত ও বয়ামজাত করা হয়। একাধিক রোগ সারাতে দারুণ কাজে আসে ধনিয়া বীজ। এই মশলাটি ছাড়া আমাদের বাংলাদেশীদের জন্য রান্না অসম্ভব । তাই আমরা সরাসরি কৃষক থেকে অর্গানিক উপায়ে চাষকৃত উৎকৃষ্ট মানের ধনিয়া সরাসরি সংগ্রহ তারপর সেগুলোকে বাছাই করে নিজস্ব মেশিনে চূর্ণ করি। এই কারণে আমরা আপনাদের এই মরিচ গুঁড়ার স্বকীয়তা, গুণগত মান, মূল্য এবং সব ধরণের বিষমুক্ততার ব্যাপারে শতভাগ নিশ্চয়তা দিতে পারি।