আমি কাজী
মনিরুজ্জামান নয়ন স্বত্বাধিকারী “তাহাদি ফুডস এন্ড স্পাইসেস কোম্পানি”। আমি আমার কর্মজীবন শুরু করেছিলাম ২০০১ সালে একজন বিক্রয়কর্মী হিসেবে।
অনেক কিছু করবো বলে নিজেই পছন্দ করে কাজটি বেচে নিয়েছিলাম। কিন্তু
বেশ কয়েক মাস করার পরে আমি এই কাজটিতে কোন ভবিষ্যৎ দেখতে পেলাম না। আমার কাছে একটা
কোম্পানির সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ মনে হয় সেলস। কিন্তু
আমাদের দেশের বড় বড় কোম্পানির বিক্রয়কর্মীদের সুযোগ-সুবিধা ও তাদের সাথে আচার-ব্যবহার দেখলে মনে হয় এই ডিপার্টমেন্টের তেমন কোনো গুরুত্বই নেই।
সারাদিন গাধা খাটুনি করে দোকানিদের যা তা ব্যবহার হাসি মুখে সহ্য
করে। ঊর্ধ্বতন
কর্মকর্তাদের চাপিয়ে দেওয়া টার্গেট মাথায় নিয়ে অযথা বকাযকা খেয়ে মাস শেষে যা বেতন
হিসেবে পেয়ে থাকেন তা থেকে গাড়ি ভাড়া, রুম ভাড়া, খাওয়ার খরচ, নিজের ব্যাক্তিগত খরচ বাদ যায় তাহলে অবশিষ্ট কত থাকে? আজকের দিনে তা
একটা মানুষের সাথে পরিহাস ছাড়া আর কি বলা যায়।
বিগত পনের বছর দেশে বিদেশে সেলস
এন্ড মার্কেটিং এ কাজ করেছি। আমি আমাদের দেশে এই সেক্টরে সম্মান এবং সন্মানি দুটোরই অভাব দেখেছি এই মহৎ
পেশায় এবং সেই ক্ষত থেকেই আমি ২০১৮ সালে একটা সিদ্ধান্ত নিয়েছি যে নিজেই এই সম্ভাবনাময়
খাতে কিছু একটা করবো ইনশাআল্লাহ।
একবছর অনেক চিন্তা গবেষণা
মার্কেট রিচার্স করে ২০১৯ সালের শেষের দিকে প্রবাসে থেকেই আমি
প্রতিষ্ঠা করি তাহাদি ফুডস এন্ড স্পাইসেস কোম্পানিটি। অনেক খড়কুটো পুড়িয়ে ২০ জন
বিক্রয়কর্মী ২ জন টি এস এম,
একজন মার্কেটিং ম্যানেজার, একজন মার্কেটিং হেড
নিয়ে গত তিন বছর মার্কেটে সরজমিনে কাজ করে অনেক পরীক্ষা-নিরীক্ষা
করে আমরা একটি মডিউল তৈরি করেছি। গতানুগতিক ডিলার ডিস্ট্রিবিউশন প্রথায় না গিয়ে
একজন বিক্রয়কর্মীকে কি ভাবে সরাসরি কোম্পানির সাথে যুক্ত করে উদ্যোক্তা হিসেবে গড়ে
তোলা যায়। আমরা আমাদের পরিক্ষিত মডিউলে একজন বিক্রয়কর্মীকে মাত্র এক লক্ষ টাকার পুঁজিকে এক বছরের ভিতরে
স্বাধীনভাবে একই কাজ একই সেলস করে মাসিক ৫০/৬০ হাজার টাকা ইনকাম করার সুযোগ করে দেওয়া
হবে। গত তিন বছরে আমরা আমাদের সকল রকম পরীক্ষা- নিরীক্ষা শেষ
করেছি । আমাদের পন্য গুলোকে আমরা ডিজিটালাইজড করেছি, অন্য কোম্পানির
তুলনায় অনেকটা মান সন্মত করেছি, আলাদা
ভাবে পজিশনিং করেছি এবং আমরা আমাদের টার্গেটেড কাস্টমার খুজে
পেয়েছি। আমরা দোকানদার ভাইদের আলাদা টিপি
দিতে পেরেছি। আমাদের পন্য পুশ সেলিং করার মতো ভালো প্রপিট মার্জিন রেখেছি। আমাদের ব্র্যান্ডিং, পজিশনিং, প্রাইসিং, টার্গেটেড
কাস্টমার, প্রোডাক্ট
কোয়ালিটি কে বাংলাদেশের মধ্যবিত্ত পরিবারের জন্য উপযুক্ত করে তুলেছি।
আমাদের সকল প্রোডাক্টের গুনগত মান
পরিক্ষিত। আমাদের সেইলস টীম পরিক্ষিত। আমাদের মার্কেটিং টীম
পরিক্ষিত। আমাদের সকল পন্যের টিপি পরিক্ষিত। আমাদের টার্গেটেড কাস্টমার পরিক্ষিত। আমাদের পজিশনিং পরিক্ষিত।
আমাদের পুরো প্ল্যান পরিক্ষিত। আমাদের উদ্দেশ্যে হচ্ছে একজন বিক্রয় কর্মীকে সফল
উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা। আমাদের ট্রেডমার্ক, ট্রেড-লাইসেন্স, বি.এস.টি আই. সকল
লিগ্যাল সার্টিফিকেট আমরা অর্জন করেছি।
আমাদের
প্ল্যানঃ
Ø কোম্পানি
বাংলাদেশের প্রতিটি থানাতে ২ জন করে সেলস এজেন্ট নিয়োগ করবে। কোম্পানির সাথে আপনি
খালি থাকা স্বত্বেও যে কোনো একটি থানায় ২
জনের একজন সেলস এজেন্ট হিসেবে কাজ করবেন।
Ø আপনি
নিজে একজন ডেলিভারিম্যানকে সাথে নিয়ে কাজ শুরু করবেন। অর্ডার
আপনি নিবেন ডেলিভারিম্যান ডেলিভারি দিবে ।
Ø আপনার
মোট পুঁজি লাগবে একটি
ডেলিভারি ভ্যান এবং মাল
ক্রয়ের টাকা আনুমানিক ৫০-৭০ হাজার টাকা।
Ø আপনার
প্রথম মাসের ডেলিভারিম্যানের বেতন কোম্পানি দিবে এবং আপনাকে টিএ ডিএ কোম্পানি
দিবে।
Ø আমাদের
অভিজ্ঞ টি এস এম এবং মার্কেটিং ম্যানেজার
আপনার সাথে থেকে সেলস এ সহযোগিতা করবে।
Ø আপনার
রুট রোটেশন, ডেলিভারি
সিস্টেম কি হুবে,
কোথায় থেকে শুরু আর কোথায় থেকে শেষ হবে সব বিষয়ে আপনাকে হ্যান্ড-হোল্ডিং সাপোর্ট আমরা নিশ্চিত করবো ইনশাআল্লাহ।
Ø ড্যামেজ
পণ্য কোম্পানি নিবে আপনি কোন মাল বিক্রি করতে না পারলেও তা কোম্পানি ফেরত নিবে।
Ø আপনাকে
আমরা যত রকমের সাপোর্ট লাগে তা সরাসরি প্রোভাইড করবো। আপনার যেন কোন রকম লস না হয়
সেই বিষয়ে আমরা ১০০% সচেষ্ট থাকবো।
Ø আমাদের
উদ্দেশ্য আপনাকে একজন স্বাধীন সফল উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা তাই এর জন্য প্রথম
তিন মাস আপনাকে আমাদের ইন্সট্রাকশনে চলতে হবে।
আপনাকে আমরা সব বিষয়ে ট্রেইনআপ করবো, সেলস, বিজনেস ম্যানেজমেন্ট,মানি ম্যানেজমেন্ট, প্রত্যেকটা বিষয়ে আপনাকে আমরা হাতে কলমে প্রশিক্ষণ
দিব।
Ø আপনি
কোম্পানি থেকে শতকরা হারে কমিশন পাবেন, যেটা আপনার অভিজ্ঞতা, আপনার দূরত্ব হিসেবে ধার্য্য করা হবে। এবং
বিভিন্ন সময়ে সেলস ইনসেন্টিভ, টার্গেট এচিভমেন্ট
বোনাস, সেলস
গিফট। এবং বাৎসরিক সেলস এচিভমেন্ট বোনাস প্রোগ্রামেও আপনি অন্তর্ভুক্ত
থাকবেন।
Ø আপনি কোম্পানির সাথে চুক্তিবদ্ধ হওয়ার পর যদি চুক্তি বাতিল করতে চান তাহলে কমপক্ষে ১ মাস আগে কোম্পানিকে অবহিত করতে হবে। আর
যদি কোনো কারনে কোম্পানি আপনার সাথে চুক্তি বাতিল করতে চায় তাহলে
কোম্পানিও আপনাকে এক মাসের নোটিশ দিয়ে বাতিল করবে এবং কোম্পানি আপনার এরিয়াতে অন্য
এজেন্ট কে নিয়োগ করলে আপনাকে সেই এজেন্ট কে সহযোগিতা করতে
হবে।
আপনি কি ভাবেন এই ভাবে সকালে গিয়ে
বিকালে এসে আরেকজনের দেয়া টার্গেট
ফুলফিল করেই আপনার জীবন পাল্টে যাবে? আপনাকে বুঝতে হবে আপনি আরেক জনের লক্ষ্য পূরণ করেছেন আপনার নয়। যদি লক্ষ্য অন্যের হয়, আপনার জীবন কি ভাবে পরিবর্তন হবে? আপনাকে আপনার লক্ষ্য পূরণে কাজ করতে হবে, আপনাকে
জানতে হবে আপনার আয় কত? ব্যয় কত? ভবিষ্যতের জন্য থাকছে কত? অত্যন্ত স্বল্প পূঁজিতে আর আপনার বিক্রয় যোগ্যতা দিয়ে একটা চেষ্টা করে দেখুন। কথা দিচ্ছি আমরা আপনার লস হতে দিবোনা। আমরা আপনার
যোগ্যতাকে বিশ্বাস করি এবং সেটাই আমাদের জন্য যথেষ্ট। এর পরেও যদি আপনার মনে সংশয় থাকে তাহলে আপনাকে আপনার
উদ্দেশ্যহীন জীবন মোবারক।
‘অনেক কিছু করতে হলে,
অনেক কিছু পেতে হলে’ অনেক কিছু করতে হয়। অনেক কঠিন পথ পাড়ি
দিতে হয়, স্রোতের
বিপরীতে গিয়ে একটা ভালো সিদ্ধান্ত নিতে হয়। আমরা আপনাকে লক্ষ-কোটি টাকার স্বপ্ন দেখাচ্ছিনা। আমরা আপনাকে আপনার একটা স্বাচ্ছন্দ্যের জীবনের স্বপ্ন বাস্তবায়নের পথ দেখাচ্ছি। যে পথ পাড়ি দিতে
হবে আপনাকেই। আমরা আপনার হাত শক্ত করে ধরে রাখার প্রতিজ্ঞা করেছি, যেন আপনি পড়ে না যান, যেন আপনার লোকসান না হয়। ভয় কিসের ভাই?
সেলস ই তো করতে হবে আপনাকে । আপনি
এতদিন অন্যের জন্য এটাই তো করে আসছেন! নিজের জন্য কেন পারবেন
না? আসুন আর অন্যের জন্য নয়, এইবার
নিজের জন্য কিছু করি।